নোয়াখালী প্রতিনিধি : বাড়ীতে গাঁজার চাষ করে দীর্ঘদিন ব্যবসা করার অভিযোগে নাহিদ উদ্দিন জুনায়েদ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ী থেকে ৫শত গ্রাম গাঁজা ও ৪০টি গাঁজার গাছ জব্ধ করা হয়।

আটক নাহিদ উদ্দিন জুনায়েদ হাতিয়ার জাহাজমারা ইউনিযনের ১নং ওয়ার্ডের মো: জাহাঙ্গির আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে তার বাড়ী থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বাড়ীর পিছনে চাষ করা ৪০টি গাঁজার গাছ উদ্ধার করে। পরে নাহিদের বসত ঘরে তল্লাশি করে আরো ৫শত গ্রাম শুকনা গাঁজা জব্ধ করা হয়। বিকালে জাহাজমারা ফাঁড়ি থানার পুলিশ নাহিদকে জব্ধ করা গাঁজা ও গাঁজার গাছসহ হাতিয়া থানায় সৌপার্দ করে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের জানান, আটক গাঁজা চাষীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আটক আসামিকে শনিবার সকালে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

(এস/এসপি/ডিসেম্বর ১১, ২০২০)