সালথায় মানবাধিকার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মানবাধিকার কমিশনের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোতলায় এ সভার আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখা।
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হিরু মোল্যা, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি সাংবাদিক মনির মোল্যা, সাধারণ সম্পাদক মজিবর রহমান, প্যানেল সাধারণ সম্পাদক ওয়াসিম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠণিক সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ আজিজ ফকির, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা খান মুন্নি, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী এরশাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিরাজ মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মঈনদ্দিন আল আমিন তনু, প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠণিক সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম। এসময় উপস্থিত মানবাধিকার কর্মীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
(এন/এসপি/নভেম্বর ১৪, ২০২০)