গোপালগঞ্জ প্রতিনিধি : উপ-মহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, বাংলাদেশের আপামর জনগণ নিজেকে বাঙ্গালী বলতে প্রস্তুত নয়, তা না হলে বাংলাদেশের শত্রুরা এদেশে ক্ষমতায় আসতে পারত না। তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা ও জাতির পিতা। ৭ মার্চের পর থেকে এদেশ বঙ্গবন্ধুর নির্দেশে চলত। শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামীলীগের সম্পদ নয়, তিনি সারা বাংলাদেশের সম্পদ।

আজ সোমবার সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মহেন্দ্র নাথ অধিকারী। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ-এর পরিচালক প্রফেসর শহিদুল ইসলাম, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম আলাউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. আব্দুস সাত্তার, রেজিস্ট্রার প্রফেসর মোঃ জাকির হোসেন, সেকশন অফিসার মো. নজরুল ইসলাম (হিরা), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবিতা খানম, শিক্ষার্থী জাহিদুল ইসলাম, আবু তাহের প্রমুখ।
(এমএইচএম/এএস/আগস্ট ১৮, ২০১৪)