গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা। এ উপলক্ষ্যে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ও স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। ২০টি স্টলে আগামী ২২ আগষ্ট পর্যন্ত বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ প্রদর্শন করা হবে।

(এইচইবি/এটিআর/অাগস্ট ১৮, ২০১৪)