এমপি হিসেবে শপথ নিলেন নুরুজ্জামান বিশ্বাস
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে পাবনা-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশাস শপথ গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাবেক সংসদ সদস্য মনজুর রহমান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, আটঘোরিয়ার মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা শপথ গ্রহন উপলক্ষ্যে এমপি বিশ্বাসের সফরসঙ্গি হয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচন গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীকে ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
(এসকেকে/এসপি/অক্টোবর ০৭, ২০২০)