রংপুরে ইয়াবা দিয়ে বিপণন সংস্থার এক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা পুলিশের
মানিক সরকার মানিক, রংপুর : রংপুরের একটি বিপণন সংস্থার এক কর্মকর্তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো চেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশের বিরুদ্ধে। এএসআই সায়েম নামের ওই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক এলাকাবাসী আটক করে রাখে। পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে বিষয়টির তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে নগরীর চেকপোষ্ট এলাকায়।
জানা গেছে, ওই বিপণন সংস্থার আরিফ হোসেন নামের সাবেক এক কর্মকর্তাকে মাদক ব্যবহারের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর আরিফ প্রায়ই তার সহকর্মী ফিরোজ খান রাজুর কাছে এসে তার উর্দ্ধতন কমকর্তাকে বলে তদ্বিরের মাধ্যমে চাকরিটি ফিরে পাওয়ার জন্য অনুরোধ করতো। মঙ্গলবার দুপুরে আরিফের ফোন পেয়ে অফিস থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ফুটপাতের দোকানে চা খেতে যান ফিরোজ খান রাজু।
রাজু ও প্রত্যক্ষদর্শীরা জানান, চা খাওয়া শেষে আরিফ তার পকেটে থাকা সিগারেটের প্যাকেট বের করে দু’জন দু’টি নিয়ে প্যাকেটটি ফেলে দেন। প্যাকেটটি ফেলে দেয়া মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা এএসআই সায়েম সেটি কুড়িয়ে নিয়ে তার ভেতর কয়েকটি ইয়াবা ঢুকিয়ে রাজুকে ইয়াবা ব্যবসায়ী দাবি করে তার হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে।
এ সময় সেখানে উপস্থিত লোকজন প্রতিবাদ জানালে বহু লোকজন জমায়েত হন এবং এক পর্যায়ে ওই এএসআইকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
এ সময় তিনি রাজুর হাতকড়া ছাড়িয়ে এলাকাবাসীকে শান্ত করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ওই এএসআইকে ছাড়িয়ে নিয়ে যান। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় এ বিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানান ওই উপ-পুলিশ কমিশনার।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২০)