রংপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের একজন শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস মিয়া (৩৫) স্থানীয় মসজিদের বিদ্যুত সংযোগের লাইন ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় একই উপজেলার কাঞ্চন গ্রামের মত্ত চন্দ্র বর্মণ (২৫) মাছের খামারে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়াও শনিবার দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল গাফফার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ বাসায় কাজ করার বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু বরণ করে।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২০)