রংপুরে নাশকতার অভিযোগে ৩ জামায়াত নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে এক প্রভাষকসহ তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জেলার পীরগঞ্জ উপজেলার একটি মসজিদে ওই বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবার রহমান জানান, স্থানীয় বালুয়াহাট বন্দরের ধনশালা বায়তুল মামুর জামে মসজিদে ১০/১২ জন জামায়াত নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিল বলে গোপন সূত্রে জানতে পারেন তারা। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই সটকে পড়ে।
এ সময় পরশুরামপুর গ্রামের বাসিন্দা ও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মতিউল ইসলাম (৪৫), গাড়াবেড় গ্রামের আবু রায়হান (৪২) এবং ধনশালা গ্রামের মো: নুরুন্নবীকে গ্রেফতার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, গ্রেফাতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হযেছে।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২০)