প্রাসাদ রাজনীতির ষড়যন্ত্রে আমার সংসার ভেঙ্গেছে : বিদিশা
মানিক সরকার মানিক, রংপুর : জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর পর এই প্রথম তার কবর জিয়ারত করলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ ও সন্তান এরিখ এরশাদ।
সোমবার দুপুরে রংপুরে এরশাদের বাসভবন পল্লী নিবাসে এসে তার কবর জিয়ারত করেন তারা।
এর আগে আক্ষেপ করে সাংবাদিকদের বিদিশা জানান, প্রাসাদ রাজনীতির কারণে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে বৈবাহিক বিচ্ছেদ হয়েছিল তার। তিনি বলেন, এরশাদের মৃত্যুর আগেই তিনি ভাল ছিলেন। মৃত্যুর পর তাদের একমাত্র পুত্র এরিখ ও তার সম্পদ লটুপাট করার জন্য একটি মহল এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার উপর চলছে হুমকি ধামকিও।
সোমবার দুপুর ১টায় রংপুরের পল্লীনিবাসে প্রয়াত রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনে আসেন বিদিশা ও তার সন্তান এরিখ। সেখানে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তার সাথে ছিলেন, পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ ছাড়াও এরশাদ গঠিত জোট বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ)-এর সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজার রহমান, মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারী মোঃ আক্তার হোসেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিখ এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, ও বিদিশা এরশাদের একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব।
বিদিশা বলেন, যারা এক সময়ে এরিখের মাধ্যমে মনোনয়ন নিযেছে, মন্ত্রী এমপি হয়েছে, পাঠিয়েছে ফল ফ্রুটস, তারা এখন এরিখের কোন খোঁজ খবর রাখে না। এরশাদের মৃত্যুর আগেও আমাদের নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখনও হচ্ছে। জিডি হামলা মামলা হুমকি ধামকি সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। এখন চলছে কিভাবে এরিকের সম্পদ লুটপাট করা যায়।
তিনি বলেন, আমি এরশাদের সম্পদের লোভে রংপুর আসিনি। তার কবর জিয়ারতের মাধ্যমে তার দোয়া নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হতে চাই। এরিক ও তার সম্পদকে রংপুরবাসির হাতে তুলে দিলাম, আপনারা দেখে রাখবেন। পরে তিনি পুত্র এরিককে নিয়ে এরশাদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবরে। বেলা ১২ টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সরাসরি চলে আসেন পল্লী নিবাসে যান। সেখানে এরিখ এরশাদের ছবিতে চুমু খান। পরে উপরে গিয়ে অবস্থান করেন। সোমবার রাতেই তার ঢাকায় ফিরে যাবার কথা।
(এম/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২০)