টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে শ্বশুরবাড়ি এলাকার দরিদ্র মানুষকে সপ্তাহের প্রতি শুক্রবার তিন মাস পর্যন্ত উন্নত মানের খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন জার্মান প্রবাসী ব্যবসায়ী গোলাম সরোয়ার।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের দেড় হাজার মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, জার্মান প্রবাসী ব্যবসায়ী গোলাম সরোয়ার টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা। কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামে তাঁর শ্বশুর বাড়ি। পাইকড়া গ্রামটি বন্যা কবলিত। করোনায় কর্মহীন ওই গ্রামের দরিদ্র মানুষ বন্যার কবলে পড়ে মারাত্মক নাজুক পরিস্থিতি পাড় করছে। শ্বশুরবাড়ি এলাকার দরিদ্র মানুষের এ দুর্যোগ সময়ে সপ্তাহে একদিন তিন মাস পর্যন্ত উন্নত মানের খাবার খাওয়ানোর উদ্যোগ নেন, প্রবাসী ব্যবসায়ী গোলাম সরোয়ার।

পাইকড়া গ্রামের আতোয়ার রহমান, শহিদুল্লাহ, জুয়েল খান, হাসমত আলী, রেহেনা বেগম, নুরজাহান, ফালানী বেগম, কমুরন, হাওয়া বেগম, মিয়া চান, শামস উদ্দিন, কুদ্দুস আলী সহ অনেকেই জানান, করোনার সাথে বন্যা যোগ হওয়ায় গ্রামের সাধারণ মানুষ মারাত্মকভাবে অসহায় হয়ে পড়েছে। গ্রামের জামাই হিসেবে জার্মান প্রবাসী ব্যবসায়ী গোলাম সরোয়ারের এটা অত্যন্ত ভালো উদ্যোগ। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।
আয়োজনের ব্যবস্থাপনায় থাকা মুনির খান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন পরিদর্শন করে এ উদ্যোগের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে নয়, দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকতেই গ্রামের ‘জামাই’ গোলাম সরোয়ার এ উদ্যোগ নিয়েছেন।

প্রায় ৩০ বছর যাবত জার্মান প্রবাসী ব্যবসায়ী গোলাম সরোয়ার টেলিফোনে বলেন, করোনা ভাইরাসের কারণে গ্রামের মানুষের স্বাভাবিক কাজকর্ম নেই। বেশিরভাগ মানুষের রোজগার কমে গেছে। এর মধ্যে বন্যা দেখা যোগ হয়ে তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। তাই দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার জন্য এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে গ্রামের দরিদ্র মানুষের জন্য আরও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

(আরকেপি/এসপি/আগস্ট ২৯, ২০২০)