সালথায় মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বক্তারা।
(এএন/এসপি/আগস্ট ২৬, ২০২০)