ফরিদপুরে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগা¤ী¢র্যের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসের শুরুতে সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে শুক্রবার কাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক শোক র্যালী বনওয়ারী নগর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পুমাল্য অর্পণ করা হয়। ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, ওসি সাইফুল ইসলাম, আলী আশরাফুল কবির, অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, হাসান আলী, আব্দুল লতিফ, মোরাদ হোসেন প্রমুখ।
দুপুর ১২ টায় বনওয়ারী নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলিগের সভাপতি আবুল হাশেমের উদ্যোগে দিবসটি পালনের জন্য দু’দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা।
(এসএইচএম/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)