ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ছেড়েছেন প্রধানমন্ত্রী
টুঙ্গিপাড়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১১টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ প্লেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এর আগে সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে কোরআন থেকে তেলাওয়াত করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
এসময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল লতিফ সিদ্দিকী, বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান শেখ হাসিনা।
>>টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
(ওএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)