মাগুরায় বজ্রপাতে এক কৃষক নিহত, আহত ৪
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় জোকা ও দেবিনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৃথক বজ্রপাতে ১ কৃষক নিহত ও ৪ জন আহত হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে শ্রীপুরের জোকা গ্রামে বজ্রপাত হয়। সেখানে এলেম শেখ (৩৫) নামে এক কৃষক একটি মাঠে কাজ করার সময় বজ্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। সে ওই গ্রামের জাবেদ শেখের ছেলে। এ সময় ইসলাম (২৮), বাবলু মিয়া (৩০) নামে দুজন গুরুতর আহত হয়।
প্রায় একই সময় শ্রীপুরের দেবীনগর গ্রামের একটি মাঠে কাজ করার সময় বজ্রপাতে সত্যেন্দ্রনাথ বালা (৪০) সুজয় মন্ডল (৪৫) নামে দুই কৃষক আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
(ডিসি/জেএ/আগস্ট ১৪, ২০১৪)