ফরিদপুর প্রতিনিধি : খাদ্যে বিষক্রিয়ার কারনে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ৮ ছাত্রী গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তারা ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ্য ছাত্রীরা জানান, তারা শহরের ঝিলটুলীস্থ অনাথের মোড় এলাকায় একটি বাড়ীর মেসে থাকতেন। মঙ্গলবার সকালে ঐ মেসে রুনা আক্তার নামে এক মেয়ে জনৈক ছাত্রীর পরিচয় দিয়ে কয়েকদিন থাকবেন বলে জানান। রাতে মেসের সকল ছাত্রী খাওয়া দাওয়া করলেও রুনা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে একের পর এক ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। রাতেই তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিকৃত ছাত্রীরা হচ্ছে অনার্স প্রথম বর্ষের গীতা, মুক্তি, অনার্স তৃতীয় বর্ষেও জিনিয়া, শিল্পি, চন্দনা, মুক্তি। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে রুনা নামের ঐ মেয়েকে আটক করা হয়েছে।


ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক কামালউদ্দিন আহমেদ জানান, ভর্তিকৃতরা আশংকামুক্ত না হলেও বর্তমানে অবস্থা উন্নতির দিকে।

(আরঅাইআর/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)