রংপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় পৃথক স্থানে বজ্রপাতে এক সাবেক ইউপি সদস্যসহ দু’ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা দুর্গাপুর ও আক্কেলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নগরীর আক্কেলপুর এলাকার কৃষক এনামুল হক (৩৫) অন্যান্য দিনের মত বৃহস্পতিবার দুপুরে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। এ সময় মুসুলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে তাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময়ে একই ওয়ার্ডের সাবেক দর্শনা ইউনিয়নের ভুরারঘাট মহালটারী গ্রামের সাবেক ইউপি সদস্য হাজি মোবারক আলীও (৬২) দুপুরে বাসায় ফেরার সময় বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে নিহতদেও মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেক রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
(এমএস/এসপি/জুলাই ০৯, ২০২০)