মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ ২জন নিহত ও ৬জন আহত হয়েছে। সকাল ৬টার দিকে মাগুরার ইছাখাদা ও কছুন্দি এলাকায় মাগুরা-ঢাকা ও মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান জানান- নিহত বিজিবি সদস্য জুয়েল রানা (৩২) চুয়াডাঙ্গা সদর উপজেলার রেজাউল হকের ছেলে। আহম্মদ আলী (৩৫) মেহেরপুর সদর উপজেলার আনন্দবাদ গ্রামের আমির উদ্দিনের ছেলে।
তিনি জানান- সকাল ৬টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় মাগুরার ইছাখাদা এলাকায় জেআর পরিবহনের একটি বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আঘাত করে। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ওই বাসের হেলপারসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে আসানার পর সকাল ৭টার দিকে জুয়েল ও আহম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গুরুতর আহত ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র সেতু (২৩)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্যদিক প্রায় একই সময় মাগুরা সদর উপজেলা কছুন্দি এলাকায় প্রাইভেট কার উল্টে মাগুরার ব্যবসায়ী শরীফ মিজানুর রহমান ও তার গাড়ির ড্রাইভারসহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার অমর প্রসাদ বিশ্বাস নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
(ডিসি/এএস/আগস্ট ১৩, ২০১৪)