স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে সেলাই মেশিন মেরামতে টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসা ছাত্রী। নগরীর মেট্রোপলিটন তাজহাট থানার সিলিমপুর গ্রামে ঘটে এই ঘটনা। 

পুলিশ সূত্র জানায়, সিলিমপুর এলাকার কৃষক আব্দুল মতিনের মেয়ে মারুফা বেগম (১৯) মাহীগঞ্জ এলাকার একটি মামিল মাদ্রাসার ছাত্রী। সম্প্রতি তার সেলাই মেশিনটি নষ্ট হলে তা মেরামতের জন্য সে তার বাবার কাছে টাকা চায়। কিন্তু বাবা তাকে টাকা দিতে গড়িমসি ও গালমন্দ করায় বুধবার রাতে সে তার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তাজহাট থানার উপপরিদর্শক মামুন জানান, কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মধ্যস্থতায় ময়না তদন্ত ছাড়াই তার লাশের অনুমতি দিয়েছেন ম্যাজিষ্ট্রেট।

(এমএস/এসপি/জুন ১৮, ২০২০)