রংপুরের ৪ জেলায় ইউএনওসহ নতুন করে ২৫ জন করোনা আক্রান্ত
স্টাফ রিপোর্টার, রংপুর : বুধবার ১৭ জুন রংপুর পিসিআর ল্যাবে বৃহত্তর রংপুরের ৪ জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ইউএনওসহ ২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে রংপুর মহানগরীসহ রংপুরে-১৪ জন। এছাড়া কাউনিয়া-৩ বদরগঞ্জ-২ পীরগাছা-১। গাইবান্দা-৮ (সুন্দরগঞ্জের ইউএনও-১ও গোবিন্দগঞ্জ-৭,) লালমনিরহাটের হাতিবান্ধা -২ এবং কুড়িগ্রামের নাগেশ্বরী -১।
এদিকে রংপুর ৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুন্সির ঢাকায় করোনায় আক্রান্ত হবার সংবাদে তার নির্বাচনী এলাকা পীরগাছা-কাউনিয়াবাসী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ রংপুরের সর্বস্তরের মানুষ তাঁর রোগমুক্তি কামনা করেছেন।
(এমএস/এসপি/জুন ১৭, ২০২০)