স্বর্ণ কারখানা থেকে স্বর্ণ শিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে এক জুয়ের্লাসের কারখানা থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের এক স্বর্ণ শিল্পী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সংলগ্ন সাগর জুয়ের্লাসের কারখানার একটি কক্ষ থেকে ওই শ্রমিকের রশি দিয়ে ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়।রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত আনোয়ার হোসেন নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সাগর জুয়ের্লাসে কারিগর হিসেবে কাজ করে আসছিল।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সকাল ১১টার দিকে ব্যবসায়ী সমিতির অফিস সহকারী আসলাম ফোন করে তাকে জানান, সাগর জুয়ের্লাসের কারিগর আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের রমেক হাসপাতালে পাঠিয়েছে।
রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের একজন সাধারণ সদস্য। কী কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।
(এমএস/এসপি/জুন ১০, ২০২০)