বৃহত্তর রংপুরে দুই পুলিশসহ আরও ২১ জনের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার, রংপুর : গত ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজে বৃহত্তর রংপুরের ৪ জেলায় আরও ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে রংপুরে মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অপর এক পুলিশ সদস্যসহ ১৪ জন। এছাড়া সদরের মমিনপুরে ১, মহানগরীর মাছুয়াপট্রিতে ১, কামাল কাছনায় ১, সর্দারপাড়ায ১,ইসলামবাগে ১, ডিসি অফিসের কর্মচারি ১,শালবনে ১, মাহীগঞ্জে ১, নিউ আদর্শপাড়ায় ১, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী ১ এবং গঙ্গাচড়া উপজেলায় ২জন।
এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩, লালমণিরহাট জেলার হাতিবান্ধায় ১, কুড়িগ্রাম জেলায় ১ ও উলিপুর উপজেলায় ২জন। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।
(এম/এসপি/জুন ০৯, ২০২০)