রৌমারীতে মুক্তিযোদ্ধা হওয়ার হিড়িক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর রৌমারী উপজেলায় মুক্তিযোদ্ধা হওয়ার হিড়িক পড়েছে। জানা গেছে, মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ডাউন্সিলের অসাধু কিছু কর্মকর্তার কারণে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলের মাধ্যমে ইন্টারনেটে ফরম পুরণ করা হয়।
সেই সূত্র ধরে মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কিছু ব্যক্তি। উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ৩ শতাধিক ব্যক্তি এই ফরমগুলো পুরণ করেন বলে জানা গেছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, এ পর্যন্ত যারা ফরম পূরণ করেছেন মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মই হয়নি। পাশাপাশি যাদের বয়স ঠিক আছে তারা কোন যুদ্ধে অংশ গ্রহন করেনি। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে রৌমারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা ছাড়া আমারা কারও সুপারিশ করবো না। আর আমাদের সুপারিশ ছাড়া কেউ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হবে না। ফলে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার কোন সুযোগ নেই।
(আরআইএ/এএস/আগস্ট ১২, ২০১৪)