গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
রবিবার রাত পৌনে আটটার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী শাহ্ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে গাড়ির হেলপার তোরাব আলি (৩০), হাসপাতালে নেয়ার পথে আবেজান বেগম(৪৫), রাজৈর হাসপাতালে সোহরাব হোসেন (৪০) এবং আব্বাস তালুকদার (৪৫) নিহত হয় এবং অপর অন্ততঃ ৩৩ জন যাত্রী আহত হয়।
গুরুতর আহত হাফিজুর (৩২), ফুরফুরি বেগম (৭০) , কার্তিক কুন্ড (৪৫), সামস (৫০), আজাদ (৪০) এনামুল (২৫), মরিয়ম (৩০), সালাম (৩২), দেলোয়ার (২৮), হেলাল (১৮), হেলেনা (২১) সহ ১৮ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ও টেকেরহাট ক্লিনিকে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
নিহত তোরাব আলীর বাড়ী ফরিদপুরের নগরকান্দা ও আবেজান বেগমের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামে, আলী আশরাফের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায় এবং আব্বাস তালুকদারের বাড়ি মাদারীপুরের তোপার কান্দা গ্রামে। আহতদের সকলের বাড়ি মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার বিভিন্ন গ্রামে।
মুকসুদপুর থানার এসআই আব্দুস সালাম হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে বলে জানান।
(এমএইচএম/এএস/আগস্ট ১১, ২০১৪)