রংপুরে ট্রাক চাপায় নিহত ৩
রংপুর প্রতিনিধি : রংপুর সদর থানার পাগলাপীর এলাকায় ট্রাকের চাকা পাংচার হয়ে অটো রিকশার দুই মহিলা ও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরতর আহত আরো পাঁচ যাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এ করা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে পাগলাপীর ব্র্যাক অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বিয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।
পুলিশ জানায়, রবিবার সকাল ৮ টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুত বেগে দিনাজপুরের দিকে যাবার সময় রংপুরের পাগলাপীরের ওই স্থানে গাড়ির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই অটোর দুই মহিলা ও এক পুরুষ নিহত হন। এছাড়াও আরেকটি রিকশার যাত্রীসহ গুরতর আহত হন আরও পাঁচ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে নিহত এবং আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। নিহত এবং আহতরা সকলেই পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ থেকে অটোযোগে স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরীতে কাজে যোগ দেয়ার জন্য আসছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত এবং আহতরা সকলেই ওই ফ্যাক্টরীর শ্রমিক বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।
(এমএস/এসপি/এপ্রিল ২৬, ২০২০)