রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা
রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীল পরশুরাম ইউনিয়নের চিলে ঝাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সেটেলমেন্ট অফিসের ইসলাম নামের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই মহল্লার মোজাম্মেলের সাথে নিহত জহুরুলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল অনেক দিন ধরে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে উভয়পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল ও তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোড়া দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গ করামর্গে পাঠায়।
এ ব্যাপারে পরশুরাম থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামের দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের ছেলে রায়হান আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।
(এমএস/এসপি/এপ্রিল ২৪, ২০২০)