রংপুর প্রতিনিধি : বাঁশ বোঝাই ট্রাকের ভেতর থেকে ২৫ কেজি গাজা. ৩টি মোবাইল, ৫টি সিম ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে রংপুরের র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল। আটককৃতরা হলো শহিদুল ইসলাম (৩২) ও রানা বাবু (৩৪)। এদের উভয়ের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। 

র‌্যাব সূত্র জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাতমাথা এলাকায় রংপুর লালমণিরহাট মহাসড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের ভেতর থেকে ২৫ কেজি গাজা ভর্তি ৭টি বস্তা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড,২টি মেমোরিকার্ড এবং গাঁজা বিক্রির ১২’শ টাকা উদ্ধার করে।

র‌্যাব জানায়, ধৃত ব্যক্তিরা রংপুর-লালমণিরহাট ও গাইবান্ধার মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য। তারা উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সুকৌশলে মাদকসহ বিভিন্ন পণ্য বিভিন্ন মালামাল ভর্তি ট্রাকের মাধ্যমে পাইকারী সরবরাহ করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় তাজহাট থানায় একটি মাদকের মামলা করা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২০)