রংপুরে আরও একজন করোনা আক্রান্ত, মোট ২০
রংপুর প্রতিনিধি : বৃহস্পতিবার রংপুরে আরো একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তার বাড়ি জেলার বদরগঞ্জ উপজেলায়। এ নিয়ে বদরগঞ্জে দু’জন করোনায় আক্রান্ত হলো। তাদের দু’জনকেই বিশেষ ব্যবস্থায় হাসপাতাতালে রাখা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানাম গত ৬ এপ্রিল থেকে রংপুর বিভাগে পিস্আির মেশিনে করোনা সন্দেহে রোগীর সন্দেহে পরীক্ষা শুরুর পর আজ (১৬.০৪.২০২০) বৃহস্পতিবার পর্যন্ত ৯২৩ জন সন্দেহভাজন রোগির নমুনা পরীক্ষ করা হয়েছে।
এর মধ্যে বিভাগের ৮ জেলায় ২০ জনের দেহে পজিটিভ ভাইরাস পাওয়া গেছে। এরা বিভাতের বিভিন্ন হাসপাতালে, কেউ কোয়ারাইনটাইনে, কেউবা আবার আইসোলেশনে রয়েছেন। বিভাগের ৮ জেলার মধ্যে করোনা আক্রান্ত জেলাগুলো হলো. গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর এবং লালমণিরহাট। এখন বাদ রয়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
(এমএস/এসপি/এপ্রিল ১৬, ২০২০)