রংপুরে খাবারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাশেষ
মানিক সরকার মানিক, রংপুর : রংপুরের লালবাগ রেলওয়ে বস্তির হাজার হাজার ক্ষুধার্ত বস্তিবাসী তাদের খাদ্যের দাবিতে মঙ্গলবার নগরীর লালবাগ রেলগেট, তাজহাট রংপুর-লালমণিরহাট-কুড়িগ্রাম সড়ক এবং খামার এলাকারসহ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়ে সেসব সড়কে কয়েক ঘন্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় লালবাগ রেল ক্রসিং বন্ধ করে সেখানকার বস্তিবাসি প্রথম খাদ্যের দাবিতে প্রথম অবরোধ শুরু করে। এ সময় সেখানে শত শত নারী পুরুষ শিশু অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা ১টায় তারা ওই অবরোধন, তুলে নিলেও একই দাবিতে তাজহাট বস্তিবাসী রংপুর-লালমণিরহাট-কুড়িগ্রাম সড়কে অবরোধ করে।
বিক্ষোভকারীদের দাবি ২০ দিন ধওে তারা কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। তারা বাড়ি থেকে বের হয়ে কাজ করতে না পারায় বর্তমানে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছন। প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলার পর তাদেও খাদ্য দেয়ার কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে জীবন বাচাঁবার তাগিদে এই অবরোধ করতে বাধ্য হন।
বস্তিবাসী মনোয়ারা বেগম জানান, ২১ দিন ধরে লক ডাউন চলছে,আমরা বাড়ি থেকে বের হতে পারি না, ফলে কোন কাজ্র করতে পারছি না। এ অবস্থায় না খেয়ে মরার উপক্রম হয়েছে আমাদের।
একই কথা জানালেন সারোয়ার নামের ঠেলাগাড়ি চালক জানান, অনেকদিন ধরের কর্মহীন আমরা না খেয়ে আছি, প্রশাসনের উদ্যেশে তিনি বলেন,আমাদের খাবার দেন, নইলে মেরে ফেলেন
এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, আমরা আমাদের করপোরেশনের নিজস্ব তহবিল পক্ষ থেকে সাড়ে ৬টন চাল কিনে লালবাগ বস্তির ৬৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দিয়েছি। এ জেলা প্রশাসক আসিব আহসান আমার সঙ্গে ছিলেন।
অন্যদিকে জেলা প্রশাসক আসিব আহসান হাবিব জানান, সরকারীভাবে প্রতিটি ওয়ার্ডে ক’দিন আগেই লালবাগ বস্তিবাসী ৫’শ পরিবারকে ১০ কেজি করে চাল দিয়েছি। প্রয়োজনে আরও দেব।
(এমএস/এসপি/এপ্রিল ১৪, ২০২০)