রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ১৫, আইসোলেশনে-কোয়ারাইনটাইনে ১৪ জন
মানিক সরকার মানিক, রংপুর : রবিবার রংপুর বিভাগের আরও ৮০ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এদের কারও শরীরেই কোন ভাইরাস পাওয়া যায়নি। এর আগে গত ৬ এপ্রিল থেকে পরীক্ষা করা রংপুর বিভাগের মোট ৬০০ জনের মধ্যে মোট ১৫ জনের শরীরে ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে গাইবান্ধায় ৬, ঠাকুরগাঁওয়ে ৩, নীলফামারীতে ৩, লালমণিরহাটে ১ এবং রংপুরের ২জনসহ মোট ১৫ জন। এরা সকলেই তাদেও নিজ নিজ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.আমিন আহমেদ খান।
তিনি জানান, প্রতিদিনই বিভিন্ন জেলার সন্দেহভাজন রোগিরা আসছেন। তারা পরীক্ষা করাচ্ছেন। এ পর্যন্ত যে ১৫ জনের শরীরে রোগ সনাক্ত হয়েছে তাদের প্রত্যেককেই তাদের নিজ নিজ জেলার হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। আর সন্দেহভাজনদের ১৪ দিন অবজার্ভেশনের জন্য রাখা হচ্ছে কোয়ারাইনটাইনে।
তিনি জানান, এখন এই বিভাগের কমবেশি প্রতিটি জেলার হাসপাতালগুলোতেই করোনা রোগিদের রাখার জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। এরপরও যদি কোথাও কোন রোগি রাখার স্থান সংকুলানের অভাব হয় তবে সে ব্যবস্থাও রাখা হয়েছে।
(এম/এসপি/এপ্রিল ১২, ২০২০)