রংপুরে আরো ৫৩ জনের ভাইরাস পরীক্ষা সম্পন্ন, কারো দেহেই ভাইরাস পাওয়া যায়নি
রংপুর প্রতিনিধি : মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজে বৃহত্তর রংপুরের আরও ৫৩ জন রোগির ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে বৃহত্তর রংপুরের মোট ১২২ জনের শরীরের করোনার ভাইরাস পরীক্ষা করা হলো। তবে এদের কারো শরীরেই ভাইরাস পাওয়া যায়নি।
তবে এর আগে রংপুরের একজনের ভাইরাস শনাক্ত হয়েছে বগুড়ায় এবং বর্তমানে তিনি বগুড়াতেই চিকিৎসাধীণ আছেন। তার বাড়ি রংপুর সদর উপজেলর জানকি ধাপেরহাট এলাকায়। এদিকে তার আক্রান্তের খবর পেয়ে তার মেয়ে এবং জামাই বগুড়ায় তাকে দেখে আসার খবরে স্থানীয় প্রশাসন তাদের বাড়িসহওই এলাকার ৮টি পরিবারের ৩৯জনকে কোয়ারাইনটাইনে আটকে রেখেছে।
(এম/এসপি/এপ্রিল ০৭, ২০২০)