স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিষয়ে সার্বিক পর্যালোচনা ও করণীয় ঠিক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়া যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসিপি) সঙ্গেও বৈঠক করবেন তিনি।

শনিবার (২১ মার্চ) দুপুরে মেয়রের বনানীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসিপি) প্রতিনিধি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহসহ বিশেষজ্ঞরা বৈঠকে অংশগ্রহণ করবেন। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন করণীয় ঠিক করতে উল্লেখিত বিশেষজ্ঞদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও মতবিনিময় করবেন।

এ আগে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিএসসিসি মেয়র।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ১৬০টিরও বেশি দেশে সংক্রমণ করেছে। এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৬৪ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ১ জনের। আর করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে বিশ্বের খ্যাতিমান ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকদূর এগিয়েছেন চীন, জাপান ও আমেরিকার ডাক্তাররা।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০২০)