৪০৬ যাত্রী নিয়ে দেশে সৌদি বিমান, হাসপাতালে ২ জন
নিউজ ডেস্ক : শরীরে তাপমাত্রা বেশি থাকায় সৌদিফেরত দুই যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ওই দুই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপের ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সৌদি ৪০৬ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সৌদি এয়ারলাইন্স। তাদের মধ্যে দুজনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
(ওএস/অ/মার্চ ১৯, ২০২০)