কাশিয়ানীতে বন্ধকী জমির টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে বন্ধকী জমির টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়েছে।
আজ সকাল ৯টার দিকে এই সংঘর্ষ হয় । প্রায় ঘণ্টা ব্যাপী চলে এই সংঘর্ষ । পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সৈয়দ ইমারত আলী ও ফুকরা গ্রামের সাইফুল সিকদার মুঠোফোনে জানিয়েছেন, আলেক খানের এক বিঘা জমি ৮০ হাজার টাকায় বন্ধক রাখে একই বংশের মান্নান খানের কাছে । মান্নান খান এই জমি খালাশ করার জন্য বলে। আলেক খানের কাছে টাকা না থাকায় খালাশ করতে পারেনি। মান্নান খানের টাকার দরকার হওয়ায় একই গ্রামের শের খানের কাছে ৬০ হাজার টাকায় জমিটি বন্ধক রাখে এবং বাকী ২০হাজার টাকা আলেক খানের কাছে দাবী করে। এই নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের ২৫জন আহত হয়।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা দিতে আসেনি । মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।
(এমএইচএম/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)