রংপুরে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রংপুরের হারাগাছে এক হাফেজিয়া মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারেরর অভিযোগে আবু হোসাইন নামের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে হারাগাছ মেট্রোপলিটন পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করীম করীম জানান, হারাগাছের চওরার হাটের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধীর্ঘদিন ধরে ধর্ষণের চেষ্টা করে আসছিল একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু হোসাইন।
এ ব্যাপারে শিশুটির পিতা মোবাশ্বের হোসেন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ মঙ্গলবার ওই শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
(এম/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২০)