চুূয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি চীন ফেরত প্রবাসী
চুূয়াডাঙ্গা প্রতিনিধি : চুূয়াডাঙ্গা সদর হাসপাতালে চীন ফেরত হিরোন আহম্মেদ (২৫) নামের এক যুবক ট্রনসিল আক্রান্ত হয় ভর্তি হয়েছে।
গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে সে চুূয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। সে চুূয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারীগ্রামের হারুন অর রশিদের ছেলে ও চীন প্রবাসী।
তার পিতা জানান, দীর্ঘ ২ বছর কর্মসূত্রে চীনে থাকার পর সম্প্রতি চীনে করোনা ভাইরাস মহামারি দেখা দিলে চলতি মাসের ১ তারিখে আমার ছেলে বাড়ি ফেরন।গতকয়েক দিন থেকে হঠাৎ গলা ব্যাথা ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন।এতে পরিবারের সদস্যরা আতঙ্গিত হয়ে পরে।
এ বিষয়ে চুূয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শামীম কবির জানান, চীন প্রবাসী হিরন নামের এক যুবক ট্রনসিল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। কোন লক্ষণ পাইনি করোনা ভাইরাস আক্রান্তর মত। তবে দুইএক দিনের মধ্যে তাকে ছুটি দেয়া হতে পারে।
(টিটি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২০)