মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):যাদের কাছের মানুষ বলে ভেবে থাকেন, তাদের কাছ থেকে পাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার আজ অনেকটাই পিছিয়ে দেবে আপনাকে। তৃতীয় শ্রেণীর কোনো রেস্তোরাঁর খাবার দ্বিতীয়বারের মতো পিছিয়ে দিতে চাইবে আপনাকে। এবং পুরনো কোনো বন্ধু হঠাৎ বাড়িতে আশ্রয় চেয়ে বসতে পারে যে আপনাকে পিছিয়ে দেবে তৃতীয়বারের মতো। কর্ম ও অর্থভাগ্য সাধারণ। বিশেষ কোনো সৌভাগ্যযোগ নেই।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): কারও জন্যে আপনার ত্যাগ করার মানসিকতা খুব তীব্র হলেও সে মানুষটির আপনার জন্যে একই মানসিকতা ততটা উন্নত নয়। এমন যদি হয়ে থাকে, তাহলে নিকটবর্তী নদীর কাছে যান। নদীর কাছে উন্নত পরামর্শ পাবেন। আর জটিল সব সাংসারিক কুহক আপনাকে ভোলাতে চাইবে, যেগুলোর কতকটিতে সুখ আছে, কতকটিতে নেই। অর্থকষ্ট লাঘব হবে।

মিথুন (মে ২১- জুন ২০): সন্দেহবাতিক গ্রস্ততা আপনাকে কুরে কুরে খেতে থাকবে আজ। তবে এ মহৎ গুণটি থেকে বেরিয়ে এলে আছে উপহার। মূলত কেউ যদি আপনার সঙ্গে প্রতারণা করেও থাকে, বাতিকগ্রস্ততা তার সমাধার নয়। অযাচিতভাবে বাড়িয়ে দেয়া বন্ধুত্বের কোনো হাত, ফিরিয়ে দিন। দ্বিতীয়বারের মতো কোনো কাজের কথা বললে কেউ, ফেরাবেন না। অর্থকষ্ট ঘনীভূত হবে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): তবুও আপনি অভাব বোধ করবেন একটা সুস্থির অবস্থানের। নির্দিষ্ট কোন লক্ষ্যকে ভিত্তি ধরে আপনি কাজে এগুচ্ছেন না এতে আপনার কাজের তেমন কোন যৌক্তিক পরিবর্তন আসছে না। আপনাকে আরও মনোযোগ দিতে হবে কাজে, আর সেই মনোযোগ দেওয়ার মতো পরিবেশ আজ তৈরি হয়ে যাবে। আর্থিকভাবে আজ বেশ উপকৃত হবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): সিংহ রাশির জাতক জাতিকারা অসম্ভব একটি স্বপ্নের মধ্যে দিয়ে নতুন সকালে পদার্পণ করবেন। নিশ্চিত জয়ী হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে সঙ্কট থাকলেও আজ তা মানসিক কোনো পীড়া দেবে না। স্বাস্থ্যে স্বাবলম্বী একটা ভাব বিরাজ করবে দিনটি জুড়ে। অর্ধেক কাজ করে ফেলে রেখে চলে গেলেও আজ তেমন কোনো লোকসান হবে না। দূরের যাত্রা শুভ।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২): দিন দিন অর্থকষ্টে থেকে আজকে অর্থের মুখ দেখবেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ার আগেই সব সামলে নেয়ার মতো চতুরতা শিখে ফেলবেন। মুরুব্বীদের কথা ভুলবশত অমান্য হয়ে গেলেও তা দিনের ভেতরই শুধরে নেয়ার সুযোগ থাকবে। প্রিয় মানুষ বহুদিন পর আজ অপ্রিয় কাজ করবে, সেটা দেখতেই বেশ ভালো লেগে যাবে।

তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২): এক ঘেঁয়েমির জন্য শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা বেশিক্ষণ ভোগাবে না। দিনের শুরুই হবে অর্থ লেনদেনের মাধ্যমে। দিনের মধ্যভাগে কর্মক্ষেত্রের চাপ কমে যাবে, আজ হয়তো বেশিক্ষণ কাজ করতে নাও হতে পারে। যারা নতুন বাসা খুঁজছেন তাদের জন্য আবাসনের একটা ব্যবস্থা হয়ে যাবে। সদ্য পাস করে বের হওয়া শিক্ষার্থীরা কাজের সন্ধান পেয়ে যাবেন।

বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১): মনস্তাত্ত্বিক বোঝাপড়া আজ তীব্র হবে। পুরাতন ভুলগুলো সংশোধনের একটা সুযোগ এলেও আসতে পারে, সুতরাং লিপিবদ্ধ ভুলগুলো হাতে নিয়ে বসে থাকুন। বাণিজ্যে যারা আজ অর্থ বিনিয়োগ করছেন তারা কেউই নিরাশ হবেন না। রাজনৈতিকভাবে কিছুটা সম্মান পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সুফল পাবেন প্রকাশ্যে।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): দিনটি দিনের মতো ঝকঝকে থাকবে না, কিছুটা ঘোলাটে মেঘলা হয়ে ধরা দিবে আপনার কাছে। দুপুরের দিকে নির্ঘাত ভুলে যাবেন জরুরি একটি কাজের কথা। আগন্তুকের মতো কেউ এসে আপনাকে মুগ্ধ করে সব নিয়ে চলে যেতে পারে, তবে এই সব মানে অর্থকড়ি সম্পত্তি নয়, আপনার বিষণ্ণতা দুঃখ এসব নিয়ে আজ আপনাকে মুক্ত করে দিয়ে যাবে। দিনের শেষভাগে প্রশান্তির চূড়ান্ত পর্যায়ে চলে যেতে বাধ্য হবেন।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): প্রতিশোধ পরায়ণ শত্রু আজ বন্ধুর মতো আচরণ করবে, কিছুটা সাবধানতা নিয়ে রাখুন। পরিবারের ভেতর চলমান ঝামেলা আজ কিঞ্চিৎ উবে গিয়ে সাম্যাবস্থা বিরাজ করবে। কর্মক্ষেত্রে একটা ভুলের জন্য থমথমে অবস্থা ধারণ করবে। বিশ্বাস করতে ইচ্ছে করবে না কাউকে। ছোট বাচ্চারা আজ আপনার মন কেড়ে নিবে। তুচ্ছ কিছু যদি আজ দামি কিছু মনে হয় তাহলে ধরে নিবেন আজ সঠিক পথেই আছেন।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): মনের সঙ্গে মনের দ্বন্দ্ব চলমান থাকছে। ভূতের মতো কেউ এসে আপনার সব সমস্যা সমাধান করবে না সঠিক কাজ ভুল দিকে নিয়ে যাবে সেটা বিশ্বাস করবেন না। যা হচ্ছে তা আপনার দ্বারাই সংগঠিত হচ্ছে। বিপ্লবে বিশ্বাসী মানুষগুলো আজ বড় বেশি আনন্দে থাকবে। দিনের মধ্যভাগে কাউকে দেখা মাত্রই ভাব হয়ে যাবে। আর্থিক অবস্থা আজ স্থির থাকবে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): মীন রাশির জাতক জাতিকাদের দৃষ্টি আজ ভালোবাসার দিকে থাকবে। বৃদ্ধ যারা আছেন তাদের স্বাস্থ্যে আজ বেশ শক্তি এবং মনে ফুরফুরে একটা ভাব বিরাজ করবে। কাউকেই সহজে ছেড়ে দিতে চাইবেন না। খুঁটিয়ে খুঁটিয়ে ভুল ধরার একটা প্রতিযোগিতা চলবে। কর্মক্ষেত্রে বিলম্বজনিত কারণে আপনাকে নতুন একটি নামে ডাকা হবে। নিজের তৈরি কোনো বস্তুর সঙ্গে বেশ বোঝাপড়া হবে। আর্থিক অবস্থা সুষম।