‘দেশের মানুষ কর দেয় বলেই নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে’
স্টাফ রিপোর্টার, রংপুর : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বন্দরগুলোতে আগে একের পর এক গোলযোগ লেগেই থাকতো। এতে বিরম্বণার স্বীকার হতো যাত্রী এবং ব্যবসায়ীরা। কিন্তু সে চিত্র এখন আর নেই। বর্তমানে কাস্টমস থেকে সকল ব্যবসায়ীদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। কারণ, বাংলাদেশকে উন্নয়নের একটি ছাতার নিচে নিয়ে আসতে হবে। দেশ সু-শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। তিস্তা নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য চীনের সাথেও কথাবর্তা চলছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রবিবার দুপুরে তিনি রংপুর নগরীর শীতল কমিউনিটি সেন্টারে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কর দেয় বলে আমরা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি। পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বয়ানের এ যুগে বাণিজ্য হচ্ছে উন্নয়নের সবচেয়ে শক্তিশালী নিয়ামক। বাণিজ্যের প্রসার ও রাজস্ব আহরণে শুল্কায়ন ব্যবস্থাপনাকে আরো সহজতর করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অর্থনৈতিক মুক্তি অর্জন এবং দারিদ্র বিমোচনে ও দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির বিকল্প নেই। কাস্টমসের আওতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবির (উত্তর পশ্চিম রিজিয়ন) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগরের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরকার প্রমুখ।
এর আগে সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
(এমএস/এসপি/জানুয়ারি ২৬, ২০২০)