রৌমারীতে এমপির গাড়ি পোড়ানোর ঘটনায় ৪ পুলিশ ক্লোজড
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী থানার ভেতরে আ’লীগের সাবেক এমপি জাকির হোসেনের গাড়ি পোড়ানোর ঘটনায় এক কর্মকর্তাসহ ৪পুলিশকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।
তারা হলেন, এএসআই মোর্শেদ, কনষ্টেবল আব্দুল মতিন, আবু বকর ও হাবিবুর রহমান। কর্তব্যে অবহেলার কারণে তাদের ক্লোজড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সাবেক এমপি জাকির নিরাপত্তাজনিত কারণে ঈদের দিন গাড়িটি থানার ভেতরে রাখের। ২ আগস্ট গভীর রাতে কেবা কারা আগুন দিয়ে গাড়িটি পুড়িয়ে দেয়। এতে গাড়িটির ইঞ্জিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়। অল্পের জন্য বেঁচে গেছে আরও দুটি গাড়ি। অগ্নিদগ্ধ গাড়ির পাশে পাওয়া গেছে ককটেল ও অনেকগুলো পটকা। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়। এ ঘটনায় সন্দেহমূলকভাবে সোমবার রতন নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
দায়িত্বরত ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়িত্ব অবহেলার কারনে ৪জনকে ক্লোজড করা হয়েছে। অপর দিকে একজনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আর যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তদন্ত অব্যাহত রয়েছে।
(আরআইএস/এএস/আগস্ট ০৬, ২০১৪)