৫ দিন পর রংপুরে রোদের দেখা মিলেছে
রংপুর প্রতিনিধি : দীর্ঘ ৫ দিন পর সেমাবার সকালে রংপুরে বহু প্রতিক্ষিত রোদের দেখা মিলেছে। শীতের তীব্রতাও কমেছে বেশ। সোমবার সকালে রংপুরে সর্বনিম্ন তাপমাত্র গত কয়েকদিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
বেড়েছে সবর্চ্চো তাপমাত্রাও গতকাল রবিবার এখানে ছিল ১৬ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা বাড়লেও শীতার্ত মানুষের কষ্ট কমেনি। তীব্র শীত এবং রোদের দেখা না পাওয়ায় শ্রমজীবী মানুুষেরা যারা এতদিন ঘর ছেড়ে কাজে বের না হলেও আজ তারা কাজে বের হয়েছে। সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যাও। তারপরও শীতে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে এ মাসে আর কোন শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা দিতে পারে আরেকটি শৈত্য প্রবাহ।
(এম/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)