লঞ্চডুবির ঘটনায় মামলা
কাওড়াকান্দিতে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : লঞ্চডুবির ঘটনায় শিবচরের কাওড়াকান্দি ঘাটের ইজারাদার আব্দুল হাই শিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। এ খবরে বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ ও স্পিডবোট মালিক-শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চার ঘণ্টা পর সকাল ১০টায় একটি লঞ্চ কিছু যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে গেছে। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকার কারণ জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কাওড়াকান্দি ঘাট কর্তৃপক্ষ।
তবে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসাইন জানান, সকাল ১০টায় একটি লঞ্চ কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে গেছে।
এদিকে মামলার ব্যাপারে আব্দুল হাই শিকদার বলেন, ‘আমার বিরুদ্ধে মামলার কথা শুনেছি। তবে কোনো কাজগপত্র পাইনি। আমি জানিও না কেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
(ওএস/এইচআর/আগস্ট ০৬, ২০১৪)