জেনে নিন বুধবারের রাশিফল
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯):কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন পুঙটা কর্মকর্তাদের কান বরাবর হাতের পাঁচটা আঙুল বসিয়ে দিতে ইচ্ছে করবে। কাউকে বিশ্বাস করবেন না আজ। শনি যেমন আজ লাগবে তেমন কিছু উপকারও হবে কারণ আপনাকে আজ সবাই ভয়ে ভয়ে থাকবে। বাণিজ্যের চারা আজ দুইটি কুঁড়ি দিবে। শিক্ষা ও সংসারধর্ম একইরকম মনে হবে। বিদেশ যাত্রা আজ সামান্যের জন্য বিলম্বিত হবে। প্রতিবেশী প্রতিবেশীর মতো আচরণ না দেখালে তাকে তুলে ৪০ ঘর দূরে রেখে আসবেন।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০): মাথার কীট শরীরে এসে চুলকাবে। চোখের দিকে আজ তাকিয়ে কথা বলবেন না, ধরা খেয়ে যাবেন। আপনার চোখ যখন গড়গড় করে সব সত্য বলে ফেলবে তখন আর কোনভাবেই সামাল দিতে পারবেন না। নিজের জন্য কিছু অবসর সময় রেখে দিন সামনে এমনও দিন আসবে যখন নিজেকে জানতে ইচ্ছে করবে নিজেকে সময় দিতে ইচ্ছে করবে কিন্তু পারবেন না।
মিথুন (মে ২১ – জুন ২০): দূর থেকে কারো ইশারায় মুগ্ধ হয়ে যেতে পারেন। ছাত্রজীবন শেষে আপনি যা খুজচ্ছে তা অচিরেই পেয়ে যাচ্ছেন এখন স্বস্তিতে থাকুন। অফিসের কর্মকর্তাদের খুব কাছ থেকে আজ ঘাস খেতে দেখবেন। দুনিয়া ঘুরে এসে যখন আপনার বস আপনার সামনে এমন কাণ্ড করবে তখন চাকরিটি আর ভালো লাগবে না, লাথি মেরে চলে যেতে ইচ্ছে করবে। আশাকরি ইচ্ছেটা বাস্তবে নিয়ে যাওয়ার মতো সাহস আপনার আজ না হোক কাল ঠিকই হবে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২): কিছু জন্তু জানোয়ারকে আজ পিটিয়ে সোজা করে ফেলার মতো সাহস ও বল দুটোই পেয়ে যাবেন। আপনাকে বিপদে ফেলে যে বন্ধুটি পালিয়েছিল তাকে আজ বিপদে পড়তে দেখবেন তবে সিদ্ধান্ত ইতিবাচক হওয়াই জরুরি কেননা কে জানে দ্বিতীয়বারের মতো আপনিও বিপদে পড়তে যাচ্ছেন কিনা। আপনাকে চতুর ভেবে আপনার কাছ থেকে দূরে থাকছে আপনার পছন্দের মানুষটি, তাকে বুঝিয়ে বলুন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): সংসার আর সংসারের মতো থাকবে না, হয় হয়ে যাবে বাগান অথবা মাঠ সেটা নির্ভর করবে আপনার বর্তমান চাকরিটির উপর। আপনি চাকরিটি যদি আর না করেন তাহলে কি ধরনের সমস্যা হবে তা বুঝতে পারছেন কিন্তু পরাধীনতা আপনাকে অতো কিছু ভাবতে দিচ্ছে না। দ্রুত সিদ্ধান্ত নিন। আপনার মুশকিল আছান করবে যে ভদ্রলোক তাকে আগে থেকেই চিনে থাকবেন।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): আপনাকে কিছু একটা শুনিয়ে দিয়ে চলে যাবে এমনটা হবে না। আপনার মেজাজ কতটা খারাপ হবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। রাগের কারণ তৈরি হবে কর্মক্ষেত্র ও জীবন যাপনের টানাপোড়ন। আপনার সঙ্গে কর্মক্ষেত্র জালিয়াতি করবে, আপনি সজাগ থাকার পরও আপনাকে এমন অবস্থায় ফেলে দিবে। তবে অর্থের বন্দবস্ত হয়ে যাবে অন্য ক্ষেত্র থেকে। ভালভাসায় আজ তিক্ততা আসবে।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগ মুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আকাস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আপনি একজন শেয়ার ব্যবসায়ী হয়ে থাকলে আজ লাভের মুখ দেখতে পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।