রংপুরে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরের তারাগঞ্জে ট্রাক্টরের চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে গেছে। সকাল ১১টার দিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী চালককে গ্রেফতারের দাবিতে ওই সড়ক বেশ কিছুক্ষণ অববোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, উপজেলার ইকরচালি তাবুর বাজার এলাকার স্কুল ছাত্র লিটন ওই সড়ক দিয়ে যাবার পথে ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৯)