‘বাংলাদেশ-ভারতের গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখতে হবে’
স্টাফ রিপোর্টার, রংপুর : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ ও ভারত পাশাপাশি অবস্থিত দুই বন্ধু প্রতিম দেশ, অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এই গৌরবময় উত্তরাধিকারকে ধরে রাখতে দুটি দেশের মানুষকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন অধ্যায়ে উপনীত হয়েছে। শিক্ষার ক্ষেত্রে ভারত-বাংলাদেশের মধ্যকার বিভিন্ন পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। পারস্পারিক সুসম্পর্কের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা বৃত্তিসহ বাংলাদেশীদের জন্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভারত সরকারের বিভিন্ন কারিগরি ট্রেডে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির চালু রয়েছে।
এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১-কে সামনে রেখে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি উন্নয়ন, আইসিটি, জীবিকা উন্নয়ন, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং শিশু কল্যাণে ভারত সরকার বিভিন্নভাবে অনুদান প্রদান করে আসছে এবং পারস্পারিক সুসম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি ব্যবসায়ী সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ভারত সরকারের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকেলে রংপুর চেম্বার প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে বর্ধিতাংশ ৫ম তলার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভারতীয় হাই কমিশনের অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী পরিদর্শন করেন। স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল, রংপুর চেম্বারের সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বার ও স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, চেম্বারের সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে শুরুতে মিসেস রীভা গাঙ্গুলী দাসকে স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মিসেস রীভা গাঙ্গুলী দাস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু-কে ভারত সরকারের পক্ষ থেকে মূল্যবান বই উপহার হিসেবে প্রদান করেন।
এর আগে তিনি নগরীর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ভারতীয় অনুদানে গড়ে তোলা বিবেকানন্দ ভবনের উদ্বোধন করেন। বিকালে তিনি সিটি করপোরেশন পরিদর্শণ করেন এবং সিটি মেয়রসহ সেখানকার কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং কাউন্সিলরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাতে তার রংপুর চেম্বার অব কমার্সের সকল শ্রেনির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে।
(এম/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)