পদ্মায় লঞ্চডুবি
কালকিনির ডাসার চেয়ারম্যানের মা, স্ত্রী, ছেলেসহ নিখোজ-৪
মাদারীপুর প্রতিনিধি : কাওরাকান্দি-মাওয়া নৌরুটে মাওয়ায় লঞ্চ ডুবির ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সবুজের মা, স্ত্রী, ছেলে ও স্ত্রীর ভাই নিখোজ রয়েছে। সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত তাদের কোন খবর পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সবুজের বড় ভাই কাজী হুমায়ন কবীর জানান, সোমবার সকালে তারা কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। পিনাক-৬ নামের ঐ লঞ্চে তারা ছিলো বলে জানা যায়।
নিখোঁজরা হলেন ডাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সবুজের মা হিরোন নেছা (৬৫), স্ত্রী ময়না আক্তার তৃষা (২৫), ছেলে তৌফিকুর নূর (১), স্ত্রীর ভাই আল-আমিন (৩০)।
(এএসএ/অ/আগস্ট ০৪, ২০১৪)