নবীনগরে মার্কেটে আগুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের মৌচাক সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। নবীনগরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নবীনগর সার্কেলের এএসপি জানান, উপজেলার সুপার মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে সকালে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন মার্কেটে ছড়িয়ে পড়ে। নবীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফোর্স ঘটনাস্থলে রয়েছে বলেও তিনি জানান।
(ওএস/এইচআর/আগস্ট ০৩, ২০১৪)