ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মাসুক মিয়া (৩৪) নামে এক বড় ভাই খুন হয়েছেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে নূরপুর গ্রামের ছৈয়দ মিয়ার ছেলে মাসুক মিয়ার সঙ্গে তার সৎ ভাই মঞ্জুরের (৩০) বিরোধ চলছিল। বিরোধ কেন্দ্র করে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে ছোট ভাই মঞ্জু ধারালো ছুরি দিয়ে মাসুকের বুকের নিচে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরির আঘাতে মাসুকের বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে সে মারা যায়।
নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
(ওএস/এইচআর/আগস্ট ০৩, ২০১৪)