মাদারীপুর প্রতিনিধি : ঈদ শেষে হলেও এখন পর্যন্ত মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ঢাকামূখী যাত্রীদের চাপ শুরু হয়নি। লঞ্চ, স্পিডবোট গুলোতে কিছু যাত্রী থাকলেও ফেরিগুলো রয়েছে যানবাহন সংকটে ।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মাওয়া-কাওরাকান্দি নৌরুটে শুক্রবার বিকেল পযর্ন্ত ঢাকামূখী যাত্রীদের কোন চাপ পড়েনি। অন্য দিনের মতই লঞ্চ ও স্পীডবোটগুলোতে যাত্রী পারাপার ছিল স্বাভাবিক। যাত্রীদের চাপ না থাকায় লঞ্চ ও স্পীডবোটগুলো দীর্ঘ সময় পর পর কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দ্যেশে ছেড়েছে। এরুটে ৩টি রো রো ফেরি, ৭টি কেটাইপ ফেরি ও ৭ টি ডাম্ব ফেরিসহ ১৭ টি ফেরিই সচল রয়েছে। তবে ঢাকামূখী দুরপাল্লার যানবাহন কম থাকায় ফেরিগুলো রয়েছে যানবাহন সংকটে।
বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাট ম্যানেজার আব্দুল বাতেন মিয়া বলেন, শুক্রবার সকাল থেকে যানবাহন কিছুটা বেশি। তবে সকল ফেরি সচল থাকায় কোন যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে না।


(ওএস/এটিআর/আগস্ট ০২, ২০১৪)