রামনগর গ্রামে পৌর মেয়রের ভাইদের হামলায় অন্তঃসত্তা নারীসহ আহত-৭
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌরসভার রামনগর গ্রামে পৌর মেয়রের ভাইদের হামলায় পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক, অন্তঃসত্তা নারীসহ ৭ জন আহত হয়েছে। এছাড়াও দুইটি ঘরের মালামাল লুট ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেনের সর্মথক ও তার ভাই বেলায়েত হোসেন হাওলাদার ও এমরাত হোসেন হাওলাদারের নেতৃত্বে শনিবার সকালে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে রামনগর গ্রামের রশিদ সরদার ও আরমান বেপারী বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট ও আসবাবপত্র ভাংচুর করে।
এসময় দেশিয় অস্ত্রের আঘাতে অন্তঃসত্তা নারীসহ ৭জনকে কুপিয়ে জখম করেছে।
আহতরা হলেন পৌর যুবলীগের যুগ্মআহবায়ক মো. তুহিন সরদার (২৮), নাছিমা বেগম (২৫), সামচুন নাহার (২০) রেকসোনা বেগম (৩০), কহিনুর বেগম (২৫) ও অন্তঃসত্তা মনি বেগম (২৬) প্রমুখ। এদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অন্তঃসত্তা মনি বেগমের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেনের ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে কালকিনি থানার দায়িত্বরত এসআই ওয়াদুদ বলেন, আমরা সকালে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।
(এএসএ/এটিআর/আগস্ট ০২, ২০১৪)