আশুরঞ্জন সেনের মৃত্যুবার্ষিকী আজ
ফরিদপুর প্রতিনিধি : আজ ২রা অক্টোবর আশুরঞ্জন সেনের ৪৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৩ সনের এই দিনে রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে ডাকাতের গুলিতে নিহত হন। আশুরঞ্জন সেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অলোক সেনের পিতা।
আশুরঞ্জন সেন স্থানীয় সাবেক মামুনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুর শহরের কমলাপুরস্থ অলোক সেনের নিজ বাড়ীতে গীতাপাঠ, দুপুরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে খাবার বিতরণ এবং সন্ধ্যায় রাজবাড়ীর রামপুর নিজস্ব বাড়িতে তার স্মৃতিস্তম্ভে ধুপ-দীপ জ্বালিয়ে দিবসটি পালন করা হবে ।
(বি/এসপি/অক্টোবর ০২, ২০১৯)