ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবাসীকে গলাকেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়া শহরের কলেজ পাড়ায় দুর্বৃত্তরা এক প্রবাসীকে গলাকেটে হত্যা করেছে। নিহতের নাম আল আমীন চৌধুরী (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে কে বা কারা আল আমিনের ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় । সাড়ে ৫টার দিকে তার স্ত্রী মাজেদা বেগম ঘরে এসে এ অবস্থা দেখে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের স্ত্রী মাজেদা বেগম জানান, তিন মাস আগে আল আমীন দুবাই থেকে দেশে ফিরে আসেন। দুই মাস আগে কলেজ পাড়ার এই বাসা ভাড়া নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান হত্যার কারণ স্পষ্ট নয়। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
(ওএস/এইচআর/আগস্ট ০২, ২০১৪)